| |
               

মূল পাতা জাতীয় পাঠ্যবইয়ে ডারউইনের বিবর্তনবাদ; সংসদে কঠোর সমালোচনা জাপা এমপির (ভিডিও)


পাঠ্যবইয়ে ডারউইনের বিবর্তনবাদ; সংসদে কঠোর সমালোচনা জাপা এমপির (ভিডিও)


রহমত নিউজ ডেস্ক     24 January, 2023     10:11 AM    


পাঠ্যবইয়ে ডারউইনের বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করার কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেছেন, বানর থেকে মানুষ হয়, এটা ধর্মবিরোধী প্রচার। মুসলমান হিসেবে আমরা আদমের সন্তান। এখানে বানর থেকে মানুষ হওয়ার সুযোগ নেই। এটা ইসলামের প্রতি আঘাত। এ বিষয়ে ব্লাসফেমি আইন করা উচিত। সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার মান উন্নত করার দাবি করে গোলাম কিবরিয়া টিপু বলেন, আমরা দেখলাম ডারউইন থিউরি। বানর থেকে মানুষ হয়। এটা আমাদের ধর্মবিরোধী প্রচার। আমরা মুসলমান। বিশ্বাস করি আমরা আদমের সন্তান। এখানে বানর থেকে মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। এরা ইসলামের প্রতি আঘাত করেছে। এই দেশে ব্লাসফেমি আইন করা উচিত। জার্মানিতে ব্লাসফেমি আইন আছে। প্রয়োজন হলে তাদেরটা এনে, দেখে, কিছু কাটছাট করে আমাদের দেশে যারা ধর্মবিরোধী কর্মকাণ্ড করে, তাদের বিচার করতে হবে। না হয় দেশে অরাজকতা সৃষ্টি হবে।

তিনি বলেন, কোনো ধর্মপ্রাণ মুসলমান এটা মেনে নেয় না। আপনাদের কাছ পর্যন্ত এ আওয়াজ আসে কি না, জানি না। আমরা বাইরে চলি, মানুষের কথা শুনি। বানর থেকে মানুষ হওয়া নিয়ে মানুষ কি বলে... মানুষ আগ্নেয়গিরির মতো অবস্থায় আছে। প্রতিটি মুসলমানের ধর্মে মতে আঘাত করেছে। সরকারকে বিতর্কিত অবস্থায় ফেলার জন্য, ইচ্ছাকৃতভাবে এটা করেছে। সরকার ব্যাপক উন্নয়ন করেছে। কোনো শত্রুও এটা অস্বীকার করতে পারবে না। এত উন্নয়ন হয়েছে। এই পরিমাণ উন্নয়ন আগে হয় নাই। বড় কাজ করলে সমালোচনা থাকবেই। যে কাজ করে না তার সমালোচনা নাই। পাঠ্যবেইয়ে কারা এসব বিতর্কিত বিষয় দিয়েছে, তা বের করতে একটি কমিশন গঠনের দাবি জানান তিনি।